বাসচাপায় নাদিয়ার মৃত্যু, চালক-সহকারী গ্রেপ্তার

স্টাফ রিপোটার:
রাজধানীতে বাসচাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে
পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ভিক্টর পরিবহনের চালক মো. লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের। তাদের দু’জনের বাড়ি ভোলা জেলায়।

এর আগে, রোববার (২২ জানুয়ারি) দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাদিয়া। তারা রাজধানীর প্রগতি সরনিতে আসলে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নাদিয়া রাস্তায় পড়ে ওই বাসের সামনের চাকায় পিষ্ট হন। তবে, মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।

এ ঘটনায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। আজ দুপুরেও তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।

 

সিএনএস ডটকম//এসএল//