বিনোদন ডেস্ক:
বিগ বসের চলতি আসর নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। সম্প্রতি এই আসর থেকে একসঙ্গে বেরিয়ে গেছেন তিন প্রতিযোগী। এবার সঞ্চালনার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘বিগ বস’-এর ঘর থেকে একসঙ্গে বেরিয়ে যান আব্দু রোজিক, সাজিদ খান ও সৃজিতা দে। এবার বদলে যাচ্ছে শোর সঞ্চালক। দীর্ঘ ১৬ বছর ধরে টানা এই শোর সঞ্চালকের দায়িত্বে দেখা গেছে সালমান খানকে। তবে এখন এই দায়িত্ব পেতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর।
কিন্তু ‘উইকএন্ড কা ভর এপিসোড’-এ দেখা যাবে সালমানকে। এ ছাড়া বিগ বসের ফাইনালের দিন পুরো শো সঞ্চালনা করবেন বলিউডের ভাইজান।
এর আগে গত বছর ‘বিগ বস ১৫’-এর প্রথম সিজন পুরোটাই সঞ্চালনা করেছিলেন করণ। তবে এবার নিশ্চিতভাবেই সঞ্চালনার দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।।
সিএনএস ডটকম//এসএল//