বিদেশে লোভনীয় চাকরির কথা বলে লাখ টাকা হাতিয়ে নিতেন চক্রটি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।রোববার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-মো. রানা হামিদ (৩২) এবং তার দুই সহযোগী মো. রেজাউল ইসলাম (৩৫) ও মো. সুজন (২৬)।

রোববার এ তথ্য জানান র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি বলেন, রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা থেকে বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন জনকে রোববার বিকেলে গ্রেফতার করা হয়। আসামিদের জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই। তারা দেশের বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া সাধারণ মানুষকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি বলেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভিকটিমদের টার্গেট করে বিদেশে পাঠানোর জন্য লোভনীয় প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। পরে মতিঝিলে অবস্থিত তাদের রোহান ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলস্ নামের অফিসে নিয়ে পাসপোর্ট জমা রেখে ভিসা এবং পরবর্তী কার্যক্রমের জন্য দফায় দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এরপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তারা ভিকটিমকে বিদেশ না পাঠাতে পারায় ভিকটিমরা তাদের অফিসে গেলে তারা ভিকটিমকে বিভিন্ন রকমের ভয়-ভীতি প্রদর্শন করে টাকার আশা ছেড়ে দিতে বলে। চক্রটি এভাবে দীর্ঘদিন ধরে দেশের পিছিয়ে পড়া মানুষকে বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সিএনএস ডটকম//এসএল//