বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল : শাহীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ বলেছেন, আজকের এই দিনে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন না করতেন তাহলে হয়তো দেশের চিত্র এমন হতো না। বাঙ্গালী জাতির মুক্তি ও উন্নয়ন জন্য কথা বলতে পারতাম কি না জানিনা, পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারতো ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে সেদিন শক্ত হাতে নেতৃত্ব ধরেছিলেন বলেই আজ বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

আজ দুপুরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে মডেল থানা কৃষক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ এসব কথা বলেন।

কেরানীগঞ্জ মডেল থানা কৃষকলীগের আহবায়ক ইয়াকুব আলী মন্টুর সভাপতি অনুষ্ঠানে ঢাকা জেলার কৃষক লীগের সহ-সভাপতি সারমিন হোসেন লিপি, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক এখতেয়ার হোসেন দুলু, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, যদি ১৯৮১ সালের ১৭ই মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসতেন তাহলে দেশের যে বর্তমান উন্নয়ন তার কিছুই সম্ভব হতো না ।

আলোচনা শেষে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সিএনএস//এস//