বিসিএসে বস্ত্র ক্যাডার চালুর দাবি আইইবির

নিজস্ব প্রতিবদেক
দেশে বস্ত্রখাত একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত। বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা পালন করছে এই বস্ত্রখাত। ৭০ ভাগ বৈদেশিক মুদ্রা আসে বস্ত্রখাত থেকেই৷ দেশের বস্ত্র খাতে লাখ লাখ প্রকৌশলী কাজ করছে।

মঙ্গলবার (২০জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনফারেন্স হলে বস্ত্র কৌশল বিভাগের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা এইসব কথা বলেন৷

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বিশেষ অতিথি ছিলেন বিবিটিইএর সভাপতি ও সংসদ সদস্য মোজাফফর হোসেন, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মো: শাহাদাৎ হোসেন শীবলু,পিইঞ্জ, ইঞ্জি. কাজী খায়রুল বাশার, আইইবির সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার রনক আহসান, ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. শেখ মাসুম কামাল এবং ইঞ্জি. আহসান বিন বাশার রিপন, ইঞ্জি. মাসুদ রানা প্রমুখ।

আইইবির প্রেসিডেন্ট ইঞ্জি. আবদুস সবুর প্রধান অতিথির বক্তব্যে বলেন, বস্ত্র প্রকৌশলীরা উদ্ভাবনী ও সৃজনশীল কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে এগিয়ে আসবে৷ বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বেশি অবদান রাখার চেষ্টা করবে৷ বিসিএসে বস্ত্র ক্যাডার চালু করতে সরকার সুদৃষ্টি দিবে বলে বিশ্বাস করছি৷

বিবিটিইএর সভাপতি ও সংসদ সদস্য মোজাফফর হোসেন বলেন, বস্ত্র কৌশল বিভাগে পড়াশোনা করে কেউই বেকার থাকেনা৷ সবাই কঠোর পরিশ্রম করে নিজ নিজ যোগ্যতায় জীবনে উন্নত করছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সামনে, আমরা কতকথাই শুনছি কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কথাই কানে নেন না। বিদেশিরা কে কি করলো তা তো আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভাবাতে পারে না। নিজেরা (সরকার ও আওয়ামী লীগ) স্বচ্ছতা ও জবাবদিহিতায় দেশ পরিচালিত করছে ফলে ভিসানীতিতে আওয়ামী লীগ নয় বিএনপি ক্ষতিগ্রস্ত হবে৷

সভা শেষে আইইবির বস্ত্র কৌশল বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান থেকে আইইবি’র বস্ত্র কৌশল বিভাগের ২০২৩-২৫ মেয়াদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ইঞ্জি. মোহাম্মদ আসাদ হোসেন এবং বিদায়ী সম্পাদক সৈয়দ আতিকুর রহমান থেকে সম্মানী সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন ইঞ্জি. মোহাম্মদ ওয়ালিউল ইসলাম৷

//এস//