বি.আই.পি.’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

আজ ২৭ জানুয়ারি ২০২৩ (শুক্রবার), সকাল ৯:০০ টায় ঢাকাস্থ ব্র্যাক সেন্টার ইন, ৭৫ মহাখালীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)-র বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-র সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন এর সভাপতিত্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার শুভ সূচনা হয়।
স্বাগত বক্তব্যে সভাপতি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বি.আই.পি. পরিকল্পনা শিক্ষা ও পেশার উন্নয়নে অবদান রাখার চেষ্টা করে আসছে, উক্ত চেষ্টাকে আরো সুদৃঢ় এবং প্রসারিত করার লক্ষ্যে বি.আই.পি’র ১৫তম নির্বাহী পরিষদ ইনস্টিটিউট এর সকল কর্মকান্ডে সদস্যদের সম্পৃক্ততা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা রাখার চেষ্টা করেছে। এছাড়াও তিনি বিগত বছরে আন্তর্জাতিক পরিসরে বি.আই.পি.-র অবস্থান সুসংহত এবং সুদৃঢ় করার লক্ষ্যে
মালয়েশিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাথে সমঝোতা স্মারক সাক্ষর, কমনওয়েলথ এসোসিয়েশন অব প্ল্যানার্স (ক্যাপ) এর প্ল্যানিং কমেন্টারি অ্যাওয়ার্ডস ২০২২, প্ল্যানিং ইনস্টিটিউট অব অস্ট্রেলিয়া এর সাথে যৌথভাবে কাজ করা সহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বি.আই.পি. উপদেষ্টা পরিষদের সদস্য পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপদেষ্টা পরিষদের প্রতিবেদন উপস্থাপন করেন।

বি.আই.পি.-র ১৫তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান ২০২২ সালে বি.আই.পি.-র বিভিন্ন কার্যাবলী এবং তার বার্ষিক অগ্রগতি সম্পর্কে একটি বিশদ প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বিগত বছরে ৪ টি কৌশলগত স্তম্ভের আওতায় বিআইপি কর্তৃক সম্পাদিত কার্যাবলী তুলে ধরেন।

পরবর্তীতে উপস্থিত পরিকল্পনাবিদ সদস্যদের সামনে বি.আই.পি.-র কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান বিগত ২০২১-২২ অর্থবছরে বি.আই.পি.-র আয়-ব্যয়ের পর্যালোচনা পূর্বক পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থিত সকলের সম্মতিতে অডিট রিপোর্টটি অনুমোদিত হয়।

এবারের বার্ষিক সাধারণ সভায় নিয়মিত আলোচ্যসূচীর পাশাপাশি বিআইপি’র সম্মানিত সদস্যদের সুচিন্তিত ও নির্দিষ্ট মতামত এবং সম্মতির জন্য বিআইপি’র ভবিষ্যৎ কাঠামো ও নীতিনির্ধারণ সংক্রান্ত ৪ টি বিষয় (বিআইপি সংবিধানের চূড়ান্ত সংশোধনী, বিসিএস ক্যাডার সার্ভিস এর পূর্ণাঙ্গ প্রস্তাবনা, Spatial Planning Framework এর খসড়া প্রতিবেদন এবং Accreditation Manual এর চূড়ান্ত খসড়া) উত্থাপন করা হয় এবং চূড়ান্তকরণের জন্য সদস্যদের মতামতসমূহ নথিভুক্ত করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবির এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইপি’র প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ ড. গোলাম রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগে অধ্যাপক এবং বিআইপি উপদেষ্টা ড. রেজাউল করিম, বুয়েট ইউআরপি বিভাগের অধ্যাপক ড. শাকিল আকতার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক (যুগ্মসচিব) পরিকল্পনাবিদ ড. মোঃ তৈয়বুর রহমান, চুয়েট ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, সিনিয়র পরিকল্পনাবিদ আল আমিন, মাসুম মুজিব, খোন্দকার এম আনসার হোসেন প্রমুখ।

সিএনএস ডটকম//এসএল//