নিজস্ব প্রতিবেদক:
ভারতে পালিয়ে যাওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত আসামির নাম মো. আব্দুল মাজেদ (৩২)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর থানাধীন কুনতিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এটিইউ সদরদপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০১১ সালের ২৩ আগস্ট বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণ পাড়ার মাহবুবুর রহমানের পাঁছ বছরের শিশুপুত্র রোমান হোসেন সন্ধ্যা পৌনে ৭টা থেকে নিখোঁজ হয়। ওই ঘটনায় মাহবুবের বাবা হযরত আলী শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শিশুটির খোঁজ করে একপর্যায়ে ২৮ আগস্ট তাদের প্রতিবেশী মাজেদকে সন্দেহ হলে গ্রামবাসী তাকে আটক করে। মাজেদসহ দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি শিশুটিকে অপহরণ করে হত্যা করে।
হত্যার পর শিশুটির মরদেহ সেফটিক ট্যাঙ্কের ভেতর লুকিয়ে রাখা হয়। পরে পুলিশের সহায়তায় সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাহবুবুর রহমান বাদী হয়ে বগুড়ার শাহাজাহানপুর থানায় মামলা করেন।
গত ১৩ ফেব্রুয়ারি এ মামলার রায়ে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আব্দুল খালেক ও আব্দুল মাজেদকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
এটিইউয়ের পুলিশ সুপার আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির একজন শাজাহানপুর উপজেলার কুষ্টিয়া গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে আব্দুল খালেক ভারতে পালিয়েছে বলে জানা যায়। গ্রেফতার আব্দুল মাজেদ পলাতক ছিল এবং দালালের মাধ্যমে দু-একদিনের মধ্যে ভারত পালিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে মাদারীপুর অবস্থান করছিল।
এ হত্যা মামলা ছাড়াও আব্দুল মাজেদের বিরুদ্ধে পুলিশের ওপর আক্রমণ ও গুরুতর আহত করার অভিযোগে বগুড়া সদর থানায় করা মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিএনএস ডটকম//এসএল//