ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পর প্রথমবার মুখ খুললেন পন্থ

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন ঋশভ পন্থ। এবার সেই ঘটনার ১৭ দিন পর প্রথমবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট তারকা। জানিয়েছেন, তার ক্রিকেটে ফেরার লড়াই শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড ও তার চিকিৎসকদের।

গত বছরের ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে নিজের গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন পন্থ। সোমবার বিকেলে তিনি দু’টি টুইট করেছেন। সেখানে পন্থ লিখেন, ‘দুর্ঘটনার পর থেকে যে ভালোবাসা ও শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আমার অস্ত্রোপচার সফল হয়েছে, এটা জানাতে পেরে খুব খুশি। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তার জন্য আমি তৈরি। দারুণ ভাবে আমার পাশে থাকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড সেক্রেটারি জয় শাহ ও কর্মকর্তাদের অনেক ধন্যবাদ।’

এরপর দ্বিতীয় একটি টুইটে পন্থ লিখেন, ‘সব সমর্থক, সতীর্থ, চিকিৎসক ও ফিজিওকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে মাঠে দেখার জন্য অপেক্ষা করছি।’

ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে পন্থ জানিয়েছেন। তবে অবাক করা সাফল্য না মিললে চলতি বছর মাঠের বাইরেই কাটাতে হতে পারে তাকে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই দুবার অস্ত্রোপচার হয়েছে তার শরীরে। তাতেও চোট পুরো সারেনি।

ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, আরও একবার অস্ত্রোপচার হবে পন্থের। তাই মাঠে নামতে দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে ভারতীয় ক্রিকেটারকে।

তিনটি অস্ত্রোপচারের ফলে আগামী আট থেকে নয় মাস মাঠের বাইরে থাকতে হবে পন্থকে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপ পর্যন্ত খেলার সম্ভাবনা নেই তার। অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ খেলাও অনিশ্চিত ভারতীয় ক্রিকেটারের। কারণ, সুস্থ হলেও ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে পন্থের।