নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করতে কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন এর নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশস্থলে উপস্থিত হয়।
আজ সকাল থেকেই পূর্বের নির্দেশনা অনুযায়ী নেতা-কর্মীরা একত্রিত হয়ে পায়ে হেঁটে সমবেতস্থলের দিকে রওনা হয়। দুপুর দুইটার অনেক আগেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ ঢাকা জেলা আওয়ামী লীগের বিভিন্ন উপজেলা ও থানার নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসেন।
পরে দুপুর ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস কামাল হোসেন, আহমেদ হোসেন; দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা, মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
//এস//