নিজস্ব প্রতিবেদক
ড্রাইভারের মোবাইল রেখে দেন মালিক, প্রতিশোধ নিতে মালিকের বাস চুরি করেন ড্রাইভার।
মিরপুর থেকে চুরি যাওয়া একটি বাস উদ্ধার করা হয়েছে। গতকাল পল্লবী থানা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে তারা দুইজন উক্ত বাসেরই ড্রাইভার, হেলপার।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সানজিত (১৯) এবং আকাশ (২০)।
মঙ্গলবার ( ৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন।
তিনি জানান, গতকাল রাতে মিরপুর ১০ নং সেকশন থেকে বিহঙ্গ পরিবহনের ঢাকা মেট্রো ব- ১১-৭৭২৩ নং এর বাসটি চুরি করা হয়। পরে বাসের মালিক আবুল বাশার মামলা করলে পল্লবী থানা এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়। সেখান থেকে গ্রেফতার করা হয় ড্রাইভার সানজিত ও হেলপার আকাশকে। ড্রাইভার সানজিত জানান, ট্রাফিক পুলিশ কর্তৃক মামলা খাওয়ায় মালিক তার মোবাইল রেখে দেন। এর শোধ নিতে তারা দুইজনে মিলে এই বাস চুরি করেন।
//এস//