স্পোর্টস ডেস্ক
লিগ ওয়ানে মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার শীর্ষ দু’দল। ধারণা করা হচ্ছিল লড়াই হবে জমজমাট। ম্যাচের শুরুতে আভাসও মেলে তেমন। কিন্তু এমন ম্যাচে মেসি-এমবাপ্পে জ্বলে উঠলে কি হয় তা টের পেল লাঁস। লিগ ওয়ানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা।
শনিবার (১৫ এপ্রিল) পার্ক দে প্রিন্সেসে সফরকারী লাঁসকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। গোলগুলো করেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও ভিতিনিয়া। লাঁসের হয়ে একমাত্র গোলটি করেন ফ্রাঙ্কোওস্কি।
এই জয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপাদৌড়ে পরিষ্কার ব্যবধানে এগিয়েও গেল পিএসজি। ৩১ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭২, সমান ম্যাচ খেলে লাঁস ৬৩। এবারের মৌসুমে দুই দলের সাতটি করে ম্যাচ বাকি।
নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে প্রথম ১৫ মিনিট তাল মিলিয়ে খেলেছে লাঁস। তবে ১৯ মিনিটে আবদুল সামেদের ভুলে পিছিয়ে পড়ে সফরকারীরা। আশরাফ হাকিমিকে অযথা ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ঘানাইয়ান এই ফুটবলার।
১০ জনের দল নিয়ে পিএসজির সঙ্গে আর পেরে ওঠেনি লাঁস। ম্যাচের ৩১ মিনিটে ভিতিনিয়ারের অ্যাসিস্ট থেকে এমবাপ্পের শটে গোল পায় পিএসজি। ৩৭ মিনিটে গোল পেয়ে যান ভিতিনিয়াও।
এরপর ৪০তম মিনিটে লিওনেল মেসি ৩-০ করেন, এমবাপ্পের অ্যাসিস্ট থেকে। এই গোলে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে বসেছেন তিনি। দুজনেরই গোল সংখ্যা ৪৯৫টি করে।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি পিএসজি। উল্টো ৬০ মিনিটে ফ্রাঙ্কোভস্কির গোলে ব্যবধান কমায় লেন্স। পিএসজির বক্সে ফাবিয়ান রুইজের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। স্পটকিকে গোল করেন তিনি।
সিএনএস ডটকম//এসএল//