নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের হোতা মো. রানা (২৫) ও তার সহযোগী সায়েম আহম্মেদ সিজানকে (২৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শনিবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করতেন।
এরপর সুযোগ বুঝে অন্যদের কাছে মোটরসাইকেলগুলো বিক্রি করে আসছিলেন।
এ চক্রের একাধিক সিন্ডিকেট রয়েছে।
তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটকদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সিএনএস ডটকম//এসএল//