যাত্রাবাড়ীতে বিদেশি মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৯০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফারুক (৩৮)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ এপ্রিল) দিনগত রাতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর যাত্রাবড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি চক্রের হোতা ফারুককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি নিজের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ অভিনব পদ্ধতিতে সীমান্তবর্তী এলাকা থেকে কিনে নিজ হেফাজতে রেখে কুমিল্লাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিএনএস ডটকম//এসএল//