নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীতে আনুমানিক ১৬ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় তার কাছ থেকে ১৬০ গ্রাম হেরোইন, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম হুমায়ূন কবির বাবু (৩৮)।
সোমবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৫ জানুয়ারি) র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ফারুক রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে আনুমানিক ১৬ লাখ টাকা মূল্যের ১৬০ গ্রাম হেরোইনসহ হুমায়ুন কবির বাবু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ী ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র্যাবের এ কর্মকর্তা।
সিএনএস ডটকম//এসএইচ//