যাত্রীবেশে সর্বস্ব লুটে নেয় ডাকাতরা, চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে এসে প্রবাস থেকে আসা যাত্রীদের সঙ্গে সক্ষতা করে একটি চক্র। এরপর তাদের সঙ্গে যাত্রা পথে যাত্রীও হয় এই চক্রটির সদস্যরা। পথিমধ্যে নেশাজাত দ্রব্য মেশানো বিস্কিট খাইয়ে সর্বস্ব লুটে নেয়।

শুক্রবার (১৪ জুলাই) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাহিনির অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান।

তিনি বলেন, চলতি মাসে চারটি অভিযোগ পাই আমরা। সেই অভিযোগের ভিত্তিতে নজরদারি বাড়াই। এসময় বেশ কয়েকজনকে আমরা চিহ্নিত করতে পারি। যাদের মধ্যে দুই জনকে আজ সকাল সাড়ে ৯টায় গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই দুইজন বেশ কয়েকদিন ধরে খুব বেশি সক্রিয়। আশা করি এদের কাছ থেকে তথ্য পেয়ে আমরা আরো সদস্যদের গ্রেফতার করতে পারবো।

গ্রেফতারকৃতরা হলেন,বারেক সরকার (৪২) ও আমির হোসেন (৫০)। এই দুজনের নেতৃত্বে বেশ কয়েকদিন ধরেই এয়ারপোর্টে অজ্ঞানপার্টি ও ডাকাতরা যাত্রীদের সবকিছু লুটে নিচ্ছিলো। তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন আছে। যাদের চিহ্নিত করা গেছে।

এক প্রশ্নের উত্তরে আর্মড পুলিশের কর্মকর্তা বলেন, আমাদের গোয়েন্দা সদস্য ও পোশাক পড়া সদস্যরা কাজ করছিলো। আজকে তারা যখন আসে তখন আমরা হাতে নাতে এই দুজনকে গ্রেফতার করতে পারি। তারা এক যাত্রীকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল।
তিনি বলেন, বারেক বিরুদ্ধে ৫টা ডাকাতি এবং অস্ত্র মামলা আছে। আমিরের বিরুদ্ধে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়ার মামলা আছে ৬টি। তারা আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছে। জেল খেটেছে আবার বের হয়ে একই কাজ শুরু করেছে।

এই চক্রের সদস্যদের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কয়েকজনের নাম বলেছে। এই মাসে তাদের বিরুদ্ধে চারটি অভিযোগ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে। তবে হয়তো আরো জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছুই পাওয়া যাবে।

//এস//