যেভাবে কাঁচা মরিচ দীর্ঘদিন ভালো রাখা যায়

লাইফস্টাইল ডেস্ক
রান্নার একটি বড় উপকরন কাঁচা মরিচ। কাঁচা মরিচ ছাড়া যেকোন ভাজি খেতে ভালো লাগে না। অনেক সময় কাঁচা মরিচ বেশিদিন সংরক্ষণ করা যায় না। এমনকি ফ্রিজে রাখলেও পচে যায় বা শুকিয়ে যায়। তবে কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই কাঁচা মরিচ দীর্ঘদিন ভালো রাখা যায়। চলুন জেনে নেয়া যাক-

অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার

কাঁচা মরিচ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখতে পারেন। অ্যালুমিনিয়ামের ফয়েলে টিফিন প্যাক করেন অনেকে। সেভাবেই ফয়েল পেপারে বোঁটা ছাড়ানো মরিচ রাখুন। দুই প্রান্ত ভালো করে মুড়িয়ে দিন। এরপর ফ্রিজে রেখে দিন। ৫ ঘণ্টা রাখার পর ফ্রিজ থেকে বের করে বায়ুরোধক পাত্রে ঢুকিয়ে ফের রেখে দিন ফ্রিজে। এভাবে রাখলে দীর্ঘ সময় কাঁচা মরিচ ভালো রাখা সম্ভব।

বোঁটা ছিঁড়ে রাখুন

কাঁচা মরিচ কিনে এনেই ফ্রিজে ঢুকিয়ে রাখবেন না। এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে। তবে রাখার আগে বক্সের নিচে নরম কাপড় বিছিয়ে দেবেন। আর মরিচের বোঁটা ছিঁড়ে রাখতে হবে। এতে সহজে পচবে না। এবার বক্সটি অন্য একটি নরম কাপড়ে ঢেকে দিতে হবে। দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে কাঁচা মরিচ এভাবে রাখতে পারেন। এভাবে রাখলে ফ্রিজের বাইরে অনেকদিন ভালো থাকবে।

দুই সপ্তাহ

কাঁচা মরিচ রাখতে পারেন চেন টানা ছোট ব্যাগে। এভাবে রাখতে চাইলেও আগে মরিচের বোঁটা ছিঁড়ে নিতে হবে। এরপর মরিচগুলো বেগে রেখে চেন আটকে ব্যাগটি ফ্রিজে রাখুন। তবে মনে রাখবেন, যে উপায়ই অবলম্বন করুন না কেন, তাতে দুই সপ্তাহের বেশি কাঁচা মরিচ তাজা সম্ভব হবে না।। তাই একবারে দুই সপ্তাহের জন্য প্রয়োজনীয় কাঁচা মরিচ কিনুন, এর বেশি নয়।
//এস//