মোহাম্মদ ইউনুছ অভি: টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রশিদ আহমদ’র নামাজের জানাযায় মানুষের ঢল ও দাফন সম্পন্ন হয়েছে।
জানাযায় বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লীরা অংশগ্রহণ করেন।
৫ মে জুমা নামাজের পর ২টা ৩০ মিনিটের সময় শাহপরীরদ্বীপ ফুটবল খেলার মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার শেষে ১ কিলোমিটার হেটে রশিদ আহমদকে কাঁধে নিয়ে গোরস্থানে গেলেন,কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।
জানাযায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বিএ, ছাত্রনেতা সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোনালী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন,ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রবিউল হোসেন, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, আলেম সমাজ ও সর্বস্তরের জনসাধারণ।
উল্লেখ্য, টেকনাফ শাহপরীরদ্বীপ মিষ্ট্রি পাড়া ৯ নং ওয়ার্ডের হাজী আলী হোছনের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৪ মে বৃহস্পতিবার রাত ৭ টায় ইন্তেকাল করেছেন।
“ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”
মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। এসময় তিনি রেখে যান ৪ ছেলে ৬ মেয়ে ও আত্মীয় স্বজন এবং গুণ গাহি।তিনি অনেক দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। জানাজা শেষে তাদের নিজস্ব কবরস্থানে দাফন করা হয় ।