রাজধানীতে টিকিট কালোবাজারি চক্রের ৪ ব্যক্তি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

সিএনএস ডটকম//এসএল//