রাজধানীতে পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
রাজধানীর শনির আখড়া থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (৫৪)। মঙ্গলবার (১০ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১০ জানুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রতারণা মামলায় দীর্ঘদিনের পলাতক এবং তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জাহাঙ্গীর আলমকে (৫৪) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। মামলা রুজুর সংবাদ পাওয়ার পর আত্মগোপনে চলে যায় জাহাঙ্গীর। তিনি নিজকে আইনের হাত থেকে বাচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন।

গ্রেফতার জাহাঙ্গীরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১০।

সিএনএসডটকম//এসএল//