রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭৩

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৭৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৩০ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯৭.২ গ্রাম ৫৩ পুরিয়া হেরোইন, ১২৮ বোতল ফেনসিডিল, ১৮০ বোতল এবং ২০ লিটার দেশিমদ, ৫৫ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা, ১৪ হাজার ৩৪৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

সিএনএস ডটকম//এসএল//