রাজধানীতে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বাড্ডা ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

আটককৃতরা হলেন মূলহোতা আবু সাঈদ সিফাত (১৭), শাহারিয়ার হোসেন সামির (১৭), তানভীর হোসেন শিপন (১৭), মাহাফুজ (১৬) ও সোহান (১৯)।

শনিবার (২৯ এপ্রিল) রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার ( ৩০ এপ্রিল) এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, আটককৃতরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য এবং আবু সাঈদ সিফাত এই চক্রের মূলহোতা। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চ্যাসিস নম্বর পরিবর্তন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি

 

সিএনএস ডটকম//এসএল//