নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ইমরান হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।
সোমবার (৮ মে) রাজধানীর পূর্ব নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দলের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে এসে ঢাকায় বিক্রি করেন বলে জানিয়েছেন ইমরান।
গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার এ কর্মকর্তা।
সিএনএস ডটকম//এসএল//