রাজধানীতে ৩৮০ ক্যান বিয়ারসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশান থানাধীন ডিএনসিসি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮০ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাতে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর গুলশান থানাধীন ডিএনসিসি মার্কেটের পেছনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ক্যান বিয়ার ক্রয়-বিক্রয়ের জন্য একটি প্রাইভেটকারসহ অবস্থান করছেন।

এ সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানাধীন ডিএনসিসি মার্কেটের পিছনে পিএফআই নার্সারির সামনে অভিযান পরিচালনা করে সফিকুল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৮০ ক্যান বিয়ার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা করা হয়েছে।

সিএনএস ডটকম//এসএল//