নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শাহবাগ থানাধীন ওসমানী উদ্যান পার্ক এলাকা থেকে চোরাই মোবাইলসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে চুরি করা ৫২টি মোবাইল ও একটি ট্যাব উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার হোসেন (৪০) ও মো. জিহাদ হোসেন (২২)।
বুধবার (১৯ এপ্রিল) এই তথ্য জানায় র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, মঙ্গলবার (১৮ এপ্রিল) র্যাব-১০ এর একটি দল ওসমানী উদ্যান পার্ক এলাকায় অভিযান চালায়। এসময় দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত চোরাই মোবাইল মজুত, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি করা ৫২টি মোবাইল ও একটি ট্যাব উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতাররা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি করা মোবাইল সংগ্রহ করে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
সিএনএস ডটকম//এসএল//