রাজধানীর যাত্রাবাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী থানা সংলগ্ন শনির আখড়া এলাকা থেকে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩২ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত লরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই দুইজনের নাম হলো, মজনু (৩৮) ও তানভীর হাসান ফাইয়াজ (২৮)।

শুক্রবার (১৯ মে) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ মে) র‍্যাব-১০ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩২কেজি গাঁজাসহ মজনু (৩৮) ও তানভীর হাসান ফাইয়াজ (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়। এসময় আরও দুটি মোবাইল ফোন ও নগদ ৭৫০ টাকা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লরিযোগে সরবরাহ করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা হয়েছে।

সিএনএস//এস//