রাজধানীর সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় জান্নাত আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৯ জুন) দিনগত রাত সোয়া ২টার দিকে ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। তার বাবার নাম মো. বাহার উদ্দিন। সম্প্রতি জান্নাত ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছিলেন।

জানা গেছে, ঈদের দিন মোটরসাইকেল করে আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে ফেরার পথে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করে। আহত শামীম ও সাদিয়া চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির বলেন, প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে আছে।

//এস//