বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলায় রান্না করার সময় চুলা থেকে আগুন লেগে গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে রান্নাঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।
রোববার রাত ৮টার দিকে উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত সাফিয়া বেগম জেলার ভট্টবালিয়াঘাটা গ্রামের আব্দুল গনীর স্ত্রী।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রান্না ঘরে কাজ করছিলেন ওই নারী। হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। তিনি ঘরে আটকা পড়ে যান। তার স্বামী অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সাফিয়া বেগম বের হতে না পেরে আগুনের ধোঁয়া ও তাপে মারা যান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সরোয়ার হোসেন জানান, আগুনে রান্নাঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। বসতঘরেরও বেশ ক্ষতি হয়েছে।
এদিকে খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিএনএস ডটকম//এসএল//