নিজস্ব প্রতিবেদক
জনসভার মাধ্যমে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে ‘বড় শোডাউন’ করার পরিকল্পনা করেছে বিএনপি। একই দিন মিরপুর ১০ এলাকায় ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন ও উত্তরের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি গতকাল পৃথক বিজ্ঞপ্তিতে সমাবেশের বিষয়টি জানিয়েছেন।
তবে এই সমাবেশকে বিএনপির পাল্টা কর্মসূচি বলতে নারাজ আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, এটি আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ, যা আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে।
আওয়ামী লীগ নেতারা মনে করেন, বিএনপির আন্দোলন মানেই সহিংসতা, আগুন-সন্ত্রাস। ফলে জনগণের স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। এ ক্ষেত্রে বিএনপি কোনো সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না।
গত বছর থেকে দেখা যাচ্ছে, বিএনপির প্রতিটি আন্দোলনের দিনেই আওয়ামী লীগের কর্মসূচি ছিল। শুধু তাই নয়, বিএনপির আন্দোলন ঢাকার বাইরে হলে সেখানেও ‘শান্তির সমাবেশ’ কর্মসূচি দিয়ে মাঠে থাকে আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় আজও আওয়ামী লীগ মাঠে থাকার প্রস্তুতি নিয়েছে।
দলের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, ‘বিএনপি কর্মসূচি পালন করবে, এটা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু তাদের অতীত ভালো নয়। ফলে যতদিন বিএনপি কর্মসূচি দেবে, আওয়ামী লীগ ততদিন মাঠে থাকবে। রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা কর্মসূচিতে দখলে রাখবে।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপি নেতারা যেসব কর্মসূচি পালন করছেন, তাতে সহিংস কর্মকাণ্ড সে অর্থে নেই। তারা চেষ্টা করছেন অতীত ইতিহাস ঢাকতে। কিন্তু এতে এমনটা মনে করার কারণ নেই
যে তারা সহিংসতার পথ থেকে সরে এসেছে। ভিন্ন প্রক্রিয়ায় গোপনে মার্কেটে মার্কেটে আগুন জ্বালানোর মতো জঘন্য ঘটনাও তারা ঘটিয়ে ফেলতে পারেন। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্কতার বিকল্প নেই।’
এদিকে বিএনপির আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ‘বর্তমানে দেশে একটা আন্তর্জাতিক কনফারেন্স চলছে। কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে অনেক সম্মানিত মানুষ আসছেন। আমরা এই মুহূর্তে পাল্টা কর্মসূচির কথা ভাবছি না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির আন্দোলন নতুন কিছু নয়। কিন্তু এখানে জনগণের জন্য তো কিছু নেই। আমরা শান্তি সমাবেশ, শান্তি শোভাযাত্রা, গণমিছিল ইত্যাদি করছি। এগুলোর মাধ্যমে জনগণকে সচেতন করা, জনগণের পাশে থাকা, সতর্ক অবস্থান নেওয়া- এসব কাজ করছি। এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাব।’
ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আমাদের সময়কে বলেন, ‘বিএনপির বিপক্ষে আওয়ামী লীগের কর্মসূচি নয়। আমরা গত ডিসেম্বর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি নিয়ে রেখেছি। আমরা আমাদের কর্মসূচি পালন করে থাকি। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ হবে।’
ঢাকা মহানগরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
বিএনপির কর্মসূচিতে চোখ থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘বিএনপির কর্মসূচি হলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সরকার পতনের আন্দোলন। বাস্তবতা হচ্ছে, সরকার পতন করার মতো সক্ষমতা কিংবা নৈতিক অধিকার বিএনপি কেন, কোনো রাজনৈতিক দলের নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এটাই ফাইনাল।’
তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন মানে আমরা ধরেই নেই আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ইত্যাদি। তাই মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে জনগণকে সঙ্গে নিয়ে দলের সব নেতাকর্মীকে সতর্ক থাকতে বলি।’
এদিকে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করবে যুবলীগ। বিকাল ৩টায় এ সমাবেশ শুরু হবে। এতে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে আজ শনিবার বর্ধিত সভা করবে আওয়ামী সেচ্ছাসেবক লীগ। ঢাকা বিশ্বাবিদ্যালয় সংলগ্ন বাংলা একাডেমি ‘আব্দুল করিম সাহিত্য বিশারদ’ মিলনায়তনে এ সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
সিএনএস ডটকম//এসএইচ//