নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের চলমান বিশেষ অভিযানে প্রায় ৬৯৬ গ্রাম স্বর্ণসহ মো. ফিরুজ মিয়া (৫০) নামে ১ জনকে আটক করা হয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন)।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর পার্কিং এলাকা হতে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার ( ৪ মে) দুপুরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান জানান,গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় আসামি মো. ফিরুজ মিয়া(৩৯) বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর সামনে কার পার্কিং এলাকার সমানের এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়।
তিনি জানান,জিজ্ঞাসাবাদে আসামি বলে তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে তল্লাশী করে তার পরিহিত কফি রঙ্গের প্যান্টের ডান পকেট হইতে তিনি নিজ হাতে ৬ টি গোল্ডবার (ওজন ৬৯৬) বের করে দেন। এ সময় তিনি এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান আরো জানান, কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
সিএনএস ডটকম//এসএল//