সখিপুরে ইসমাইল হত্যা মামলার আসামি ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় ইসমাইল হত্যা মামলার পলাতক আসামি রিপন মোল্লাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার ( ২২ মে) এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি জানান, রোববার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, গত ১৪ মে টাঙ্গাইল জেলার সখিপুর থানায় ইসমাইল হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়।

ওই মামলার অন্যতম আসামি রিপন মোল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

আটক রিপনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।

সিএনএন//এস//