‘সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা মানুষের কাছে বলতে হবে’

নিজস্ব প্রতিবেদক:
শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুবর রহমান হাবিব বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লায় বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরতে হবে। সাধারন মানুষকে বোঝাতে হবে, কেন নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিতে হবে?
তিনি আরো বলেন, উন্নয়ন ও অগ্রযাত্রার গতি আরো গতিশীল করতে বারবার দরকার শেখ হাসিনার সরকার।

আজ বিকেলে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাড. কামরুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারন সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

সিএনএস//এস//