সাবরাং চান্দলী পাড়া এলাকায় সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ

টেকনাফ প্রতিনিধিঃ  কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন, ১নং ওয়ার্ড,চান্দলী পাড়া এলাকার নুর আহমদের বাড়িতে সন্ত্রাসী কায়দায় লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের দক্ষিণ নয়া পাড়া এলাকার জিয়াউর রহমানের বিরুদ্ধে।

এ বিষয়ে শনিবার ২২ এপ্রিল নুর আহমদের ছেলের স্ত্রী ছমুদা খাতুন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে বাদী জানান,মাহিয়া ছালমা মাহি সম্পর্কে আমার জা,হয়। সে দীর্ঘদিন থেকে শাশুর বাড়ি ছেড়ে দক্ষিণ নয়া পাড়া তার বাবার বাড়িতে অবস্থান করে আসছে। গেল শনিবার রাত সাড়ে ৮ টার সময় মাহিয়া ছালমা মাহির বাবা কয়েকজন লোক আমাদের বাড়িতে এসে সন্ত্রাসী কায়দায় আমার শুশুর নুর আহমদকে মারধর করে,টাকা ও স্বর্ণালঙ্কার কেড়ে নেয় যায়। পরে আমাদের শোর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে।তখন ঘটনাস্থলে সামান্য ধস্তাধস্তি হলে এক পর্যায়ে তারা পালিয়ে যায়।

নুর আহমদের ছেলে হেলাল উদ্দিন বলেন, তারা ১০-১২ লোকজন দক্ষিণ নয়াপাড়া থেকে নিয়ে এসে আমার বৃদ্ধ বাবার উপর অহেতুক হামলা চালায়,আমারা এগিয়ে আসলে তারা টাকা পয়সা, স্বর্ণ,লুট করে পালিয়ে যায়। এ বিষয়ে টেকনাফ মডেল থানার তদন্তকারী অফিসার এস আই রাজেশ বড়ুয়া জানান,উভয় পক্ষ পরস্পর আত্মীয় হয়।মাহিয়া ছালমা মাহির পুর্বের বসত ঘরে মালামাল নিতে এসে তাদের মধ্যে এ ঘটনাটি ঘটেছে।আমরা অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবো।

এ বিষয়ে অভিযুক্ত জিয়াউর রাহমান বলেন, আমার মেয়েকে উদ্ধার করতে গিয়ে তারা রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে আমাকে মারধর করে গুরুতর জখম করেছে,তাদের অভিযোগ মিথ্যা।