সাবরাং হারিয়াখালীতে জমি দখলের অভিযোগ

অভি, টেকনাফ প্রতিনিধি (কক্সবাজার) :

টেকনাফ সাবরাং হারিয়াখালীতে ১১ বছর আগে আনোয়ার হোসেন এর মালিকানা জমি জোরপূর্বক অবৈধভাবে জবরদখল করার অভিযোগ উঠেছে প্রকাশ গালু সুলতান আহমদ এর ছেলে আবদু সমত গং দের বিরুদ্ধে।

মৌজা- সাবরাং (২)জে,এল নং-১০
সৃজিত দিয়ারা খতিয়ান নং-৫৯০৮
বি,এস দাগ-২৩৯,২৩৯,৭৭৯,৭৭৯,৭৭৯,৭৭৯, ৭৭৯,৭৭৯৯,৭৭৯,৭৭৯,

আবদুর রহমানের পরিবার জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি ২ বছরের জন চাষ করতে লাগিয়ত দিয়েছিলাম। উক্ত লাগিয়তের ২ বছরের সময় শেষ হলে বর্তমানে লাফারঘোনার মৃত মৌলভী আহম্মদ উল্লার ছেলে মোহাম্মদ জাবেদকে লাগিয়ত দিয়।
জোরপূর্বক দখলকারীরা হলেন সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার আবদু সমত গং দের বিরুদ্ধে।

অভিযোগকারী আবদুর রহমান জানান, জোরপূর্বক জবরদখলকারিরা আইন অমান্যকারী, ভূমিদস্যু ও সন্ত্রাস প্রকৃতির লোক। আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। তারপরও আমি তাদের সাথে সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছি।

রাতে জোরপূর্বক দখলকারীদেরকে বাধা প্রদান করলে তারা দেশীয় অস্ত্র ধারালো দা কিরিস, লাঠি, লোহার রড নিয়ে আমাকে ও আমাদের পরিবারকে হুমকি দেয়, দখলকারীরা আমাদের কে দেখে নেবে বলে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে চলে যায়।

টেকনাফ থানার অফিসার ইনর্চাজ জানান, দখলকারীদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, উক্ত বিষয়ে তদন্তপূর্বক বিবাদীগণের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

//এস//