সিরিজ বাঁচাতে রেকর্ড গড়তে হবে টাইগারদের

নিজস্ব প্রতিবেদক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার রহমানুউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করেছে আফগানরা। এখন সিরিজ বাঁচাতে হলে টাইগারদের লক্ষ্য ৩৩২ রান।

আফগানদের বিপক্ষে সিরিজে টিকে থাকতে নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। এই সংস্করণে সর্বোচ্চ ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয় পেয়েছিল মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন লাল সবুজের দল।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত টাইগার দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। তবে বাংলাদেশের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দেন আফগান দলের দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে গড়েন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান।

আফগান শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পোস্টারবয় সাকিব আল হাসান। সফরকারী দলের উইকেটকিপার ওপেনার গুরবাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন বাঁহাতি এই ওপেনার। বিদায়ের আগে ১২৫ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১৪৫ রান করেন ডানহাতি এই ব্যাটার।

এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট তুলে আফগানদের বিশাল সংগ্রহের পথ আটকান বাংলাদেশের বোলাররা। পেসার এভাদত হোসেনের বলে ফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রহমত শাহ (২)। এরপর দ্রুতই জোড়া শিকার করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন মিরাজ।

আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদিকে (২) ক্লিন বোল্ড করে বিদায়ের পর হার্ডহিটার নাজিবুল্লাহ জাদরানকে (১০) লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই অফস্পিনার। একপ্রান্ত আগলে রেখে গুরবাজের মতো ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম।

কিন্তু সেঞ্চুরির পর পরই বিদায় নেন ইব্রাহিম। মোস্তাফিজের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে থামে তার ১১৯ বলে ১০০ রানের ইনিংস। এরপর মোহাম্মদ নবীর ১৫ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত সময়ে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করে আফগানরা।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে মোস্তাফিজ, হাসান মাহমুদ, সাকিব ও মিরাজ প্রত্যেকে দুটি করে উইকেট পান। এছাড়া ১টি উইকেট নেন তাসকিনের বদলে একাদশে সুযোগ পাওয়া এবাদত।

গ্রীষ্মের তাপদাহে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা একটু কঠিন হবে টাইগারদের জন্য। তবে রাতে ব্যাটিংয়ের কারণে শেষে ব্যাট করার সামান্য সুবিধাও মিলতে পারে। তামিমবিহীন বাংলাদেশ সিরিজে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেখনা এখন দেখার বিষয়।

 

//এস//