সৌদিয়া পরিবহনের চালক ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কক্সবাজার থেকে ঢাকায় আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার ইয়াবাসহ এক চালককে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর)।

গ্রেফতারকৃত চালকের নাম- মো. দুলাল সরকার (৩৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

শনিবার ( ১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) এর সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় চট্র মেট্রো-ব-১১-১০৪২ নম্বরের সৌদিয়া বাস থেকে বাসের চালক দুলাল সরকার (৩৯)কে গ্রেফতার করা হয়। এ সময় ৭ হাজার ৩০০ পিস উদ্ধার করা হয়।

মেহেদি হাসান আরও জানান, দুলাল দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিল। সে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান এনে দুই বা তিনটি স্থানে সরবরাহ করত।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে সরবরাহ করত। ঢাকায় থাজা চক্রের কয়েকজন সদস্যকে নিয়ে মাদক সিন্ডিকেট গড়ে তোলে। এরা কক্সবাজার থেকে মাদক ঢাকায় আনার ক্ষেত্রে বিভিন্ন কৌশল ব্যবহার করে। ব্যবসার নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় নানান কৌশলে ডেলিভারী দিত।

সিএনএস ডটকম//এসএইচ//