হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৩ জুন) সস্ত্রীক সেনাপ্রধান সৌদি আরব গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

পবিত্র হজের কার্যক্রম সম্পাদন করতে পারেন, সেজন্য সৌদি আরব যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মহান আল্লাহ যেন তাদের হজকে ‘হজে মাবরুর’ হিসেবে কবুল করেন সে দোয়াও কামনা করেছেন বলে জানিয়েছে আইএসপিআর।

পবিত্র হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩ জুলাই দেশে ফিরবেন।

//এস//