হতে হতেও রেকর্ডটা হল না জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
শেন উইলিয়ামসের আলো ছড়ানোর দিনে ওয়ানডের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে আরেকটি রেকর্ডও হাতছানি দিয়ে ডাকছিল দলটিকে। তবে হতে হতেও বিশ্ব রেকর্ডটি স্পর্শ করা হল না জিম্বাবুয়ের।
সোমবার হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নামে জিম্বাবুয়ে। ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪০৮ রান। জবাবে নেমে ১০৪ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৩০৪ রানের বড় জয় পায় জিম্বাবুয়ে। এ নিয়ে টানা চার ম্যাচেই জয় পেয়েছে তারা। তাতে রয়েছে গ্রুপের শীর্ষে।
উইলিয়ামসদের সামনে এদিন সুযোগ ছিল সবচেয়ে বেশি রানের জয়ের। ৯০ রানে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই স্পর্শ করা হত রেকর্ডটির। রানের হিসেবে সবচেয়ে বড় জয় ভারতের। চলতি বছর জানুয়ারিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৩১৭ রানে। দ্বিতীয় স্থানে অবস্থান এখন জিম্বাবুয়ের।
হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন উইলিয়ামস। যদিও ফিরতে হয়েছে আক্ষেপ নিয়েই! ১০১ বলে ১৭৪ রান করে ফিরেছেন অভিষেক পারদকারের শিকার হয়ে। ২১ চার ও ৫ ছক্কায়।
ওপেনার জয়লর্ড গাম্বি করেছেন ১০৩ বলে ৭৮ রান। ২৭ বলে ৪৮ রান করেছেন সিকান্দার রাজা। শেষদিকে ঝড় তুলেছেন রায়ান বুর্ল, ১৬ বলে ৪৭ রান করে ফিরেছেন।

//এস//