হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

২০১৩ সালে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর রাজধানীর ভাষানটেক এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২২ জুন) এই তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।

গ্রেফতার ওই নারীর নাম শিউলী বেগম (৩৫)। তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার বাগমারা (দক্ষিণ পাড়া) গ্রামে।

তিনি বলেন, কুমিল্লার দেবীদ্বার থানার ২০১৩ সালের একটি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত দীর্ঘ ১০ বছরের পলাতক আসামি শিউলী বেগমকে বুধবার (২১ জুন) গভীর রাতে রাজধানীর ভাষানটেক থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিউলীর বিরুদ্ধে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকেই আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক বসবাস করে আসছে।

গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র‌্যাব।
//এস//