হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইয়াকুব হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শাহাজামানকে (৪৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২০ মে) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার চর গুলগুলিয়া এলাকার মো. ইয়াকুব আলী (৩৪) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শাহাজামানকে আটক করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাজামান এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

ইয়াকুব হত্যার ঘটনার পর থেকে শাহাজামান নিজেকে আইনের হাত থেকে বাঁচাতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএনএন//এস//