নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি বি) এর শীর্ষ পর্যায়ের নেতা ও খুলনা বিভাগের আমির আব্দুল আহাদ খানকে (৭৩) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৭ জুন) দিনগত রাতে যশোরের মনিরামপুর উপজেলার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৮ জুন) বিকেলে এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।
তিনি জানান, র্যাব-৩ এর একটি আভিযানিক দল মনিরামপুর এলাকা থেকে জঙ্গি নেতা আব্দুল আহাদ খানকে গ্রেফতার করেছে। তার বাড়ি যশোরের কোতয়ালী থানাধীন রায়নগর এলাকায়।
গ্রেফতার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং মামলা সূত্রে জানা যায়, তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়েদা মতাদর্শের ‘আনসার আল ইসলাম’র গঠিত সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি বি) খুলনা বিভাগীয় আশির এবং জঙ্গি নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী। বিভিন্ন মাধ্যমে জঙ্গি নেতাদের সঙ্গে দেখা করে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে নতুন সদস্য সংগ্রহ ও তাদের জঙ্গি সংক্রান্ত কাজে উৎসাহিত করতেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ সশরীরে আল-কায়েদা মতাদর্শের আনসার আল অনুসরণে গঠিত সংগঠন হরকাতুল জিহাদের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করা এবং সম্মিলিতভাবে জিহাদি কার্যক্রম পরিচালনার কর্মপরিকল্পনা তৈরির কাজ করতেন আব্দুল আহাদ খান। জঙ্গি সদস্য সংগ্রহের কাজে যশোরসহ দেশের বিভিন্ন সুবিধাজনক স্থানে ভিন্ন ভিন্ন সময়ে বৈঠক করতেন তিনি।
গ্রেফতার এ জঙ্গি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় গির্জায় বোমা হামলাসহ একাধিক ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
//এস//