নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. ফারুক মিয়া (২৮), মো. হাসানুজ্জামান ওরফে টগর (৫০), মোরসেদ (২৭)।
রোববার (৭ মে) ডিবি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদ এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে হাতিরঝিল থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন মাদক কারবারি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সিএনএস ডটকম//এসএল//