নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ফরিদপুরের সদরপুর এলাকার আলোচিত গৃহবধুকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার ( ২০ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কালিয়ারচর পূর্ববাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, চুন্নু মাতুব্বর (৫৫)।
সোমবার ( ২১ আগস্ট ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম ফখরুল হাসান।
তিনি জানান র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কালিয়ারচর পূর্ববাজার এলাকায় একটি অভিযান পরিচালনা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামি কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে দীর্ঘ ১১ বছর যাবৎ বিভিন্ন ছদ্মবেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
//এস//