৩৬৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক ১

নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়া এলাকা থেকে তিন হাজার ৬৫০ ইয়াবাসহ মিলন আলী (৩৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটক মিলন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে আশুলিয়া, সাভার, ধামরাইসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদকবিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।

তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সিএনএস ডটকম//এসএল//