নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুইটি ও সিদ্দিকবাজার থেকে এক ইউনিট ডুবুরিসহ নৌ-পুলিশ।
রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওয়াটার বাসটি সূত্রাপুরের শ্যামবাজার থেকে নারায়ণগঞ্জের তৈলঘাট যাচ্ছিল। পথিমধ্যে মাঝ নদীতে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকে নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফারুক রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর উদ্ধারকাজে আমাদের তিনটি ইউনিট কাজ করছে।
//এস//