নিজস্ব প্রতিবেদক
জাতীয় জরুরী সেবা ৯৯৯ -এ ফোন করে মেঘনা নদীতে ডুবন্ত লাইটার জাহাজ থেকে পনেরো জন শ্রমিক মৃত্যুর মুখ থেকে বেঁচে আসলো।
রবিবার (১৬ জুলাই) জাতীয় জরুরী সেবা ত্রিপল নাইনের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে প্রায় নয়শত টন সিমেন্ট নিয়ে মংলা যাচ্ছিল এম ভি প্রিমিয়ার-৫ নামে একটি লাইটার জাহাজ। পথিমপধ্যে বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাটের কাছে এসে এক পাশে কাত হয়ে পানি ঢুকে জাহাজটি ডুবতে শুরু করে। এমন সময় সকাল পৌনে এগারটায় আসাদুজ্জামান নামে জাহাজের একজন শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, জাহাজটিতে তারা পনেরো জন শ্রমিক আছেন। কলার তাদেরকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।
এই কর্মকর্তা বলেন, ৯৯৯ কলটেকার কনষ্টেবল আশরাফুল ইসলাম কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল আশরাফ তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী দল উদ্ধারকারী নৌযান সহ ঘটনাস্থলে গিয়ে পনেরো জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসে। ইতোমধ্যে জাহাজটি নিমজ্জিত হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার তৎপরতা চলছিল।
আনোয়ার সাত্তার বলেন, উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এস আই ওমর ফারুক ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।
//এস//