মাসুদ রানা :
এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫ এর কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তার-হিমু বাছাড়ের বাংলাদেশ।
রাজধানীর জাতীয় স্টেডিয়ামে বুধবার সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটিকে ১৫৮-১৫৩ (৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, ৩৯-৪০) ব্যবধানে হারায় বাংলাদেশ।
ভুটানকে ১৫৪-১৪৮ স্কোরে হারিয়ে এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ড শুরু করা বাংলাদেশ কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয় ইরানের। সেখানে ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয়ে বাংলাদেশ। এরপর সকালের সেশনে মুখোমুখি হয় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। সেখানেও বাজিমাত করে বন্যা-হিমু জুটি।

বৃহস্পতিবার স্বর্ণ পদকের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে উঠে হিমু বাছাড়া বলেন, “ফাইনালে উঠেছি, এটা আমাদের দুজনের জন্যই আনন্দের। এর আগে আমরা তিন থেকে চারটা আন্তর্জাতিক ইভেন্ট খেলেছি একসাথে, কিন্তু কোনো পদক ছিল না। এই প্রথম আমরা ফাইনালে উঠলাম। ভালো করার লক্ষ্য আমাদের। সবসময় চেষ্টা ছিল দেশের জন্য কিছু করার।”
বন্যা আক্তার বলেন, “আমাদের এ পর্যন্ত তেমন কোনো ভালো ফল হয়নি। আশা করি, এবার হবে। সবশেষ ২০২৪ সালে ভুটানে ব্যাক্তিগত ইভেন্টে রুপা পেয়েছিলাম। জাতীয় দলে নয় বছর ধরে আছি। আশা করি, এবার ভালো কিছু হবে।”
সিএনএস//এল//










Discussion about this post