নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ করতে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
একটি ভিডিওতে দেখা যায়, দোলাইরপাড় ইয়ানজিন রেস্তোঁরার সামনে এক্সপ্রেসওয়ের লেনে বাসটি আগুনে জ্বলছে। ভিডিওতে বলতে শোনা যায়, বাসটিতে ‘অগ্নিসংযোগ’ করা হয়েছে।
এ নিয়ে বুধবার রাজধানীতে চারটি স্থানে বাস ও বাহনে আগুন লাগার ঘটনা ঘটল।
এরমধ্যে মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। অপরদিকে কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস।
দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।










Discussion about this post