আনোয়ার হোসেন :
সিনিয়র ডিভিশন (প্রথম বিভাগ) ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমের খেলাগুলো ১৫ নভেম্বর শনিবার থেকে কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এবারের লিগে মোট ১৮ টা দল অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার বিকালে মতিঝিল ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরিফ সংবাদ সম্মেলনে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের খেলাগুলো সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন নানা প্রতিকুলতার মধ্যে আমরা অবশেষে প্রথম বিভাগ লিগ শুরু করতে পেরে শুকরিয়া আদায় করছি। আশা করি পাতানো খেলা ও রেফারীর নিরাপত্তার বিষয়গুলো বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী ফুটবল লিগের নির্বাহী সদস্য ইয়াকুব আলী ও মোহাম্মদ সোয়েব।
শনিবার উদ্বোধনী খেলায় দুপুর আড়াই টায় মুখোমুখি হবে নওফেল স্পোর্টিং ক্লাব বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
আগামি রবিবার একই মাঠে তিনটি ক্লাব অংশ নেবে। সকাল ১০ টায় স্বাধীনতা ক্রীড়া সংসদ ও ফ্রেন্ড সোসাল ওয়েলফেয়ারস। বেলা ১২ টায় টিএন্ডটি ক্লাব বনাম মুগদা সমাজকল্যাণ।
বেলা ২-৩০ মিনিটে যাত্রাবাড়ী ক্রীড়া সংসদ বনাম আরামবাগ ফুটবল একাভেমি।









Discussion about this post