তানজিনুল ইসলাম তামিম:
শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্ট -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্ট অংশগ্রহণ করেন ১৯ টি বিভাগ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
সকল দলকে পরাজিত করে এবং দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ফাইনালে পৌছান দুটি দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং এইচএসসি ২৫-২৬ ব্যাচ।
সোমবার ৯ ডিসেম্বর বাংলাদেশ মাঠ সাবেক ( পাকিস্তান মাঠে) দুপুর ১২ টায় রাষ্ট্র বিজ্ঞান বনাম এইচএসসি ২৫-২৬ ব্যাচ এর মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
কলেজ ক্যাম্পাস থেকে একটি জমকালো র্যালি নিয়ে খেলার মাঠে উদ্দেশ্য র্যালি নিয়ে বের হন শিক্ষক এবং শিক্ষার্থীরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদ এর বিদ্যাৎসাহী সদস্য, অধ্যাপক ড. দিল রওশান জিন্নাত আরা নাজনীন এবং কলেজ পরিচালনা পর্ষদ এর অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ – উল- ইসলাম।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নুরুল হক এবং বার্ষিক ফুটবল টুর্নামেন্ট -২০২৪ কমিটির মো: মনিরুজ্জামান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহবুবুর রহমান সহ অত্র কলেজের সকল শিক্ষকবৃন্দগণ।
এসময় প্রধান অতিথি ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন।
ম্যাচটির শুরু থেকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই শুরু হয় এবং প্রথম রাউন্ডে এইচএসসি ২৫-২৬ ব্যাচ ( ২-০) গোলে এগিয়ে যায়, পরবর্তীতে হাফ টাইমের পর দ্বিতীয় রাউন্ডে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ১ টি গোল দিয়ে ব্যবধান কমিয়ে আনে এরপর খেলার কিছুক্ষন পরই তৃতীয় গোল দেন এইচএসসি ২৫-২৬ ব্যাচ, এরই মাঝে ম্যাচটির সময়ের শেষ হওয়ার সাথে সাথে ফাইনাল ম্যাচটি ৩-১ গোলে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ পরাজিত করে জয় লাভ করেন এইচএসসি ২৫-২৬ ব্যাচ।
দুর্দান্ত পারফরমেন্স এর মাধ্যমে চ্যাম্পিয়ন হন এইচএসসি ২৫-২৬ ব্যাচ এবং রানার্সআপ হন রাষ্টবিজ্ঞান বিভাগ।
চ্যাম্পিয়ন দল এর হাতে বিজয়ী ট্রফি তুলে দেন প্রধান অতিথি কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সহ সকল অতিথি ও শিক্ষকবৃন্দগন এবং পরবর্তীতে রানার্সআপ দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে রানার্সআপ ট্রফি প্রদান করা হয়।
এসময় এইচএসসি ২৫-২৬ ব্যাচ ট্রফি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা বিজয়ের আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
অতঃপর রানার্স আপ দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী বলেন, আমাদের জার্নিটা এতোটা সহজ ছিলো না, টানা ৪ ম্যাচ পর ৫ নাম্বার ম্যাচ ছিলো ফাইনাল, দীর্ঘ চারটা ম্যাচ একভাবে খেলার কারণে বেশিরভাগ খেলোয়াড়রা দূর্বল ছিলো আর আমাদের খেলোয়াড় বেশির ভাগই ইনজুরি ছিলো, তাও তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে লাস্ট মিনিট পর্যন্ত।
এই হার, হার নয়,
হার থেকে জয়ের সূচনা হয়।
ইনশাআল্লাহ সামনের বছর আমরা চ্যাম্পিয়ন হবো।
Discussion about this post