চারিদিকে হিংসা বিদ্বেষের মহামারি
অন্যায় অপকর্ম ও মিথ্যার ফুলঝুরি
অশান্ত চিত্তে আমরণ অপেক্ষার বিভাবরী ।
তবুও মানবিক পৃথিবী গড়ার গল্প বলে
মানসিক শান্তির নিদারুণ ঢেউ হৃদয়ে তুলে
আমি ধিরে ধিরে হারিয়ে যাচ্ছি
বিমুগ্দ্ধ, বিস্মৃত সভ্যতার বুকে , হতচকিত চোখে।
অচিরেই কেটে যাবে হতাশার ভয়াল থাবা
বিদূরিত হবে দুঃখের কালো মেঘ
সংগ্রামের তীব্র আহ্বানে জাগ্রত হবে অনন্য প্রেম
যে প্রেমের দ্বীপশিখায় পথ চলে
মানবতার অমূল্য অমিয় বাণী হৃদয়ে বয়ে
আমি ক্রমাগত হারিয়ে যাবো নিস্তব্ধ পৃথিবীর বুকে ।
Discussion about this post